উৎপল মন্ডল: স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা,সর্বকালের সর্বশ্রেষ্ঠ
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা থেকে
বেকারত্ব দূর করার লক্ষে তাঁর আদরের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ
হাসিনা একান্ত ব্যক্তিগত ইচ্ছায় "ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম" চালু করেন।
মঙ্গলবার সকাল ১০ টায় "ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম" এর
মহা-পরিচালক,আবুল হাসান হানি শ্যামনগর উপজেলা পরিদর্শন করতে আসেন।পরিদর্শন
কলে তিনি "ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম" এর উপকার ভোগী সকল যুবক/যুবতীদের
সাথে মতবিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- জনাব,এস এম মহসীন উল-মুলক,উপজেলা
চেয়ারম্যান,(ভারপ্রাপ্ত),মোঃ রফিকুল ইসলাম,জেলা উপ-পরিচালক,জহরুল আলম,মোঃ
আব্দুল কাদের, সহকারী পরিচালক,মোঃ কামরুল ইসলাম,উপজেলা যুবউন্নয়ন
কর্মকর্ত,মোঃ শরিফুল ইসলাম সহ "ন্যাশনাল সার্ভিস প্রোগ্রাম" এর উপকার ভোগী
সকল যুবক/যুবতীগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন