স্টাফ রিপোর্টারঃ পশ্চিম সুন্ দরবনের গহিনে নদীতে মাছ ধরার সময় জেলেদের কাছ থেকে ব্যবহার নিষিদ্ধ জাল আটক করেছেন আংটিহা রা কোষ্টগার্ড সদস্যরা। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে কা লাবুনিয়া নদী থেকে জাল আটক করা হয়। আংটিহারা কোষ্টগার্ড পেটি অফিসার শফিক জানায় টহল দেওয়ার সময় সংঘবদ্ধ জেলে বহরে অভিযান চালিয়ে দেড় লক্ষাধীক টাকা মূল্ যের দেড় হাজার মিটার জাল আটক করে আন্দার মানিক বন অফিসে হস্ তান্তর করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন