স্টাফ রিপোর্টার: ইউপি নির্বাচনকে ঘিরে সারা শ্যামনগর জুড়ে চলছে নানা গুনজন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রে চলছে আলোচনার ঝড়। শহর থেকে শুরু করে গ্রাম, মহল্লায় চলছে নির্বানীয় প্রচার,প্রচারনা। তারই ধারাবাহিকতায় আজ বিকালে শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৫ নং বাদঘাটা ওয়ার্ডের মেম্বর সাংবাদিক এস কে সিরাজ,সংশ্লিট্য ওয়ার্ডের উত্তর বাদঘাটা রমজান, কবীর ও শরিফার বাড়ী সংলগ্ন এলাকায় নির্বাচনের লক্ষে এক ওঠান বৈঠক করেন। বৈঠকে উপস্থিত শতাধিক উত্তর বাদঘাটা গ্রামবাসী উৎফুল্ল ও আনন্দ প্রকাশের মাধ্যমে হাত তুলে সমর্থন জানায়। প্রথম বৈঠকের শুরুতেই গ্রাম বাসীদের দোয়া সহযোগীতা চেয়ে আগত নির্বাচনে পাশে থাকার অনুরোধ করেন।
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৬
ইউপি নির্বাচনে উঠান বৈঠকের মাধ্যমে হাত তুলে সমর্থন করলেন,সাংবাদিক সিরাজের পক্ষে
স্টাফ রিপোর্টার: ইউপি নির্বাচনকে ঘিরে সারা শ্যামনগর জুড়ে চলছে নানা গুনজন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রে চলছে আলোচনার ঝড়। শহর থেকে শুরু করে গ্রাম, মহল্লায় চলছে নির্বানীয় প্রচার,প্রচারনা। তারই ধারাবাহিকতায় আজ বিকালে শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৫ নং বাদঘাটা ওয়ার্ডের মেম্বর সাংবাদিক এস কে সিরাজ,সংশ্লিট্য ওয়ার্ডের উত্তর বাদঘাটা রমজান, কবীর ও শরিফার বাড়ী সংলগ্ন এলাকায় নির্বাচনের লক্ষে এক ওঠান বৈঠক করেন। বৈঠকে উপস্থিত শতাধিক উত্তর বাদঘাটা গ্রামবাসী উৎফুল্ল ও আনন্দ প্রকাশের মাধ্যমে হাত তুলে সমর্থন জানায়। প্রথম বৈঠকের শুরুতেই গ্রাম বাসীদের দোয়া সহযোগীতা চেয়ে আগত নির্বাচনে পাশে থাকার অনুরোধ করেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন