মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

শ্যামনগর কিন্ডার গার্টেন "এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার:শ্যামনগর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্ররিচালিত ঐতিহ্যবাহী "শ্যামনগর কিন্ডার গার্টেন "এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -জনাব এস এম জগলুল হায়দার(মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৪)

।বিশেষ অতিথি ছিলেন-জনাব আবু সায়েদ মোঃ মনজুর আলম (উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি শ্যামনগর কিন্ডার গার্টেন),জনাব এস এম মহসিন উল-মুলক(উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত),জনাব আহসানউল্লাহ শরিফী(সহকারী কমিশনার ভূমি),মিসেস নূরজাহান পারভীন ঝরনা(উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান),শিক্ষক- শিক্ষকা,শিক্ষাথীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে। ফলাফল অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তৃতা রাখে মাহবুবা হোসেন (দিনা)৫ম শ্রেণি ও ঋতুমণি দেবনাথ ২য় শ্রেণি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুল্লাহ উদ্দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন