রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

নওয়াবেকী কাশিমাড়ী সড়কের কাজ পরিদর্শনে এম পি জগলুল হায়দার


এস কে সিরাজ: প্রত্যাশিত ছয় ইউনিয়নের হাজার মানুষের স্বপ্ন আজ বাস্তবে রুপান্তরিত হতে চলেছে। নয়াবেকী কাশিমাড়ী সড়ক দুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ  অবস্থায় ছিল। সাধারন মানুষ প্রতিনিয়ত হয়রানীর শিকার হতেন। বিপদ জনক সড়ক যন্ত্রনায় ভোগা মানুষেরা দীর্ঘদিন ধরে সড়ক দুটি সংস্কারের দাবী করে আসতেছিলেন। অবশেষে সেই দাবী বাস্তবে রপ দিলেন সাতক্ষীরা -৪ আসনের মাননীয় এম পি এস এম জগলুল হায়দার। জরাজীর্ণ রাস্তার সংস্কার কাজ  দৃত এগিয়ে চলেছে। আজ সকালে সাতক্ষীরা - ৪ আসনের এম পি শ্যামনগরের সাড়ে চার লক্ষ মানুষের অভিভাবক এস এম জগলুল হায়দার সরেজমিন নয়াবেকী সড়কের সংস্কারের  কাজটি পরিদর্শনে যান। দ্রুত কাজ এগিয়ে চলায় তিনি সন্তোষ্ট প্রকাশ করেছেন। এসময় তিনি রাস্তার কাজের শ্রমিকদের সাথে কয়েক মিনিট কাজে অংশ নেন।ভোগান্তির শিকার হওয়া গ্রাম বাসীরা এগিয়ে এসে তাকে আন্তরিকতার সহিত  ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন